ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফেরি ডুবি

দ. কোরিয়ার কোস্টগার্ড ভেঙে দিলেন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, মে ১৯, ২০১৪
দ. কোরিয়ার কোস্টগার্ড ভেঙে দিলেন প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ায় ফেরি ডুবি

ঢাকা: দক্ষিণ কোরিয়ায় ফেরি ডুবির ঘটনায় প্রায় ৩শ’ লোকের প্রাণহানির পর দেশটির কোস্টগার্ড় ভেঙ্গে দিলেন প্রেসিডেন্ট পার্ক জিউন হাইন।

টেলিভিশন ভাষণে দক্ষিণ কোরিয়ো জনগণের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার সময় পার্ক কোস্টগার্ড ভেঙে দেওয়ার এ ঘোষণা দেন।



পার্ক বলেন, নতুন আরেকটি নিরাপত্তা বাহিনী তদন্তসহকারে পুলিশের সঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করবে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপি’র বরাত দিয়ে বিবিসি জানায়, টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট ফেরি ডুবির দায় স্বীকার করে দেশটির জনগণের কাছে ক্ষমা চেয়েছেন ।
১৬ এপ্রিল দক্ষিণ কোরিয়ায় ফেরি ডুবির ঘটনায় ২৮১ জন নিহত ও ২৩ জন ‍এখনো নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ফেরির ক্যাপ্টেনসহ তিন নাবিকের বিরুদ্ধে নরহত্যার অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময় : ০৮৩৪ ঘণ্টা, মে ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।