ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে ৩০ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মে ১৯, ২০১৪
যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে ৩০ শিশুর মৃত্যু

ঢাকা: কলম্বিয়ায় একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে ৩০ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের চালকও মারা গেছেন।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

স্থানীয় সময় রোববার এ ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে।

সংবাদ মাধ্যম জানায়, গির্জা থেকে ফেরার সময় বাসটিতে হঠাৎ আগুন ধরে গিয়ে এ প্রাণহানির ঘটনা ঘটে।

বাসের মধ্যে থাকা অন্যরা জানালা দিয়ে নামতে সক্ষম হয়েছেন বলে দেশটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জানিয়েছে। অগ্নিকাণ্ডের বিষয়ে অনুসন্ধান চলছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে এক টুইটার বার্তায় কলম্বিয়ার রাষ্ট্রপতি জুন ম্যানুয়েল স্যান্তোস বলেন, দেশ আজ শোকাচ্ছন্ন।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মে ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।