ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সোনিয়া-রাহুলেই আস্থা কংগ্রেসের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, মে ১৯, ২০১৪
সোনিয়া-রাহুলেই আস্থা কংগ্রেসের ছবি: সংগৃহীত

সাধারণ নির্বাচনে ভরাডুবির পর সোমবার ছিল কংগ্রেসের বৈঠক। বৈঠকের আগে যেমনটি শোনা গিয়েছিল-পদত্যাগ করতে পারেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহ সভাপতি রাহুল গান্ধী।



কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) সঙ্গে বৈঠকে দলের পরাজয়ের দায় নিয়ে পদত্যাগপত্র জমাও দেন তারা। কিন্তু সে পদত্যাগপত্র গ্রহণ করেননি দলের সদস্যরা।

তাদের নেতৃত্বেই আস্থা রাখছেন কংগ্রেস নেতা-কর্মীরা।

পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী ও সিনিয়র কংগ্রেস নেতা অমরিন্ডার সিং বলেন, সোনিয়া- রাহুল পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু কমিটি সেটা প্রত্যাহার করেছে।

এর আগে সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল বলেন, দলের পরাজয় আমিসহ সবাই দায়ী।

প্যাটেল বলেন, দলের এমন পরাজয়ে আপনারা কিভাবে কোনো একক ব্যক্তিকে দায়ী করেন? এটি দলগত সবার ব্যর্থতা।

পরাজয়র পর শুক্রবার প্রথমবারের মতো মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন সোনিয়া-রাহুল। ৫৪৩ আসনের মধ্যে মাত্র ৪৪ আসন পাওয়ার দায় তারা নিজ কাঁধে নেন।

পার্টি নেতা মনিশ তিওয়ারি বলেন, শীর্ষস্থানীয় নেতাদের পদত্যাগ কোনো কিছুর সমাধান নয়। এটি আমাদের সামনের দিকে এগিয়ে নেবে না।

বাংলাদেশ সময়: ২০২৬  ঘন্টা, মে ১৯, ২০১৪

** কংগ্রেস ওয়ার্কিং কমিটির পদত্যাগের ইঙ্গিত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।