ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পদত্যাগ করবেন না ভারপ্রাপ্ত থাই প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, মে ১৯, ২০১৪
পদত্যাগ করবেন না ভারপ্রাপ্ত থাই প্রধানমন্ত্রী নিউয়াত্তামরং বুনসংপাইসান

ঢাকা: বিক্ষোভকারীদের কোনো চাপেই পদত্যাগ করবেন না থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী নিউয়াত্তামরং বুনসংপাইসান।

সোমবার সিনেট সদস্যদের সঙ্গে বৈঠকে এ কথা সাফ জানিয়ে দেন তিনি।



এ বৈঠকের শেষে এক বিবৃতিতে বুনসংপাইসান দেশটির এক সংবাদ মাধ্যমকে জানান, বর্তমান মন্ত্রিসভার সবদিক থেকেই বৈধতা রয়েছে। নতুন মন্ত্রীরা নির্বাচিত না হওয়া পর্যন্ত এ মন্ত্রিসভাই কাজ করে যাবে।

তিনি জানান, ভারপ্রাপ্ত একজন প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমরা আরেকজনকে প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারি না।

দেশটিতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ৭ মে সাংবিধানিক আদালতের রায়ে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা ও ৯ মন্ত্রীর পদত্যাগের পর থাইল্যান্ডে দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক সঙ্কট আরো ঘনীভূত হয়।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মে ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।