ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উড়োজাহাজ রহস্য

উপগ্রহ চিত্র প্রকাশ করবে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, মে ২০, ২০১৪
উপগ্রহ চিত্র প্রকাশ করবে মালয়েশিয়া

ঢাকা: নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজটির যাত্রীদের স্বজনদের দাবির মুখে অবশেষে উড়োজাহাজের সর্বশেষ উপগ্রহ চিত্র প্রকাশের কথা জানিয়েছে মালয়েশিয়া কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে এক যৌথ সংবাদ সম্মেলনে মালয়েশিয়া সিভিল এভিয়েশন বিভাগ এবং ব্রিটিশ কোম্পানি ইনমারসেট এ কথা জানায়।



কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিতের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপগ্রহ চিত্রের মাধ্যমে মানুষ যেন এ বিষয়ে স্বাধীনভাবে তাদের মতামত বিশ্লেষন করতে পারেন সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এদিকে, মালয়েশিয়া কর্তৃপক্ষ জানায়, উপগ্রহ চিত্র অনুযায়ী উড়োজাহাজটির সর্বশেষ অবস্থান ছিল ভারত মহাসাগরে।

যদিও মহাসাগরটির তলদেশে অভিযান চালিয়ে এখন পর্যন্ত কোনো ‘আলামত’ পাননি উদ্ধারকাজে অংশ নেওয়া কর্মীরা।

গত ৮ মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ ৩৭০ উড়োজাহাজটি কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয় যাওয়ার পথে ২৩৯ জন যাত্রী নিয়ে নিঁখোজ হয়।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, মে ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।