ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, মে ২০, ২০১৪
কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৭

ঢাকা: জম্মু-শ্রীনগর মহাসড়কের রামবান নামক স্থানে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গিয়ে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।



মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া ‍যায়নি।

স্থানীয় এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে যাত্রীবাহী বাসটি রামবান পৌঁছলে খাদে পড়ে গিয়ে এ প্রাণহানির ঘটনা ঘটে। চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আহতদের উদ্ধারে ঘটনাস্থলে হেলিকপ্টার পাঠানো হয়েছে। স্থানীয় উদ্ধারকারী দল উদ্ধার অভিযানে ‍অংশ নিয়েছে।

বাসটিতে গুজরাটের অনেক যাত্রী ছিল বলেও সংবাদ মাধ্যম জানায়।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, মে ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।