ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হিংস্রমেঘ দানা বেঁধেছে হানার অপেক্ষায়! (ভিডিওসহ)

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, মে ২০, ২০১৪
হিংস্রমেঘ দানা বেঁধেছে হানার অপেক্ষায়! (ভিডিওসহ)

হিংস্র একটা মেঘ অয়োমিংয়ের আকাশে। আবহাওয়াবিদদের কাছে এই মেঘ ভয়েরই কারণ হয়ে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রের এই অঙ্গরাজ্যের ক্লেয়ারটনে মেঘটি ঘুরপাক খাচ্ছে। তারই সাথে সাইবার জগতের কল্যাণে ঘুরপাক খাচ্ছে গোটা বিশ্ব জুড়ে। সত্যিকারের টর্নেডো ঝড় তুলতে এখনো বাকি। হয়তো তুলবেও না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এই মেঘ।

বেসহান্টারস নামে একটি ঝড়মোকাবেলাকারী প্রতিষ্ঠান এই অদ্ভুত হিংস্র মেঘের ছবি তুলেছে। টর্নেডোর সবচেয়ে কাছাকাছি ক্লোজ-আপ ছবি তুলতে বেসহান্টারদের জুড়ি নেই। পূর্ব অয়োমিংয়ের আকাশে এই মেঘ ভয়াবহ সুপারসেল বজ্রঝড় বয়ে আনতে পারে বলেই ধারনা করছে আবহাওয়া বিশ্লেষণকারী প্রতিষ্ঠানগুলো। সুপারসেল হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী, শক্তিশালী বজ্রঝড়। বিশাল এলাকাজুড়েই যা হানা দেয়।

তবে এ ধরনের সুপারসেল মেঘ টর্নেডো সৃষ্টি না করলেও বড় বড় শিলা ফেলে সবকিছু তছনছ করে দিতে পারে বলে জানান যুক্তরাষ্ট্রের ওয়েদার চ্যানেলের আবহাওয়াবিদ জন আর্ডম্যান।

 


বাংলাদেশ সময় ১৫১৬ ঘণ্টা, মে ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।