ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মোদীর শপথ ২৬ মে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, মে ২০, ২০১৪
মোদীর শপথ ২৬ মে ছবি: সংগৃহীত

ঢাকা: নরেন্দ্র মোদী আগামী ২৬ মে ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন।

এদিন সন্ধ্যা ছয়টায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বলে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর মোদী সাংবাদিকদের এ কথা জানান।



এ সময় তিনি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দেওয়া একটি চিঠিও সাংবাদিকদের দেখান।

এর আগে মঙ্গলবার বিকেল স্থানীয় সময় বিকেল সোয়া তিনটার সময় দিল্লির রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেন।

এ সময় ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যান।



এর আগে সকালে বিজেপির বর্ষীয়ান নেতা এল কে আদভানি দলীয় ও শরিক দলের সভায় নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রস্তাব জানান।

এরপর ১৫ সদস্যের এনডিএর একটি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন।

বিকলে তিনটা ৪২ মিনিটে মোদী রাষ্ট্রপতিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এরপর রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।

১৬ মে ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে বিজেপি জোট এনডিএ তিনশ ৩৬ আসনে বিজয় লাভ করে। এর মধ্যে বিজেপি পায় দুইশ ৮২ আসন। অন্যদিকে, কংগ্রেস পায় ৪৪টি আসন।

পাঁচশ ৪৩ লোকসভা আসনে দুইশ ৭২ আসন পেলে কোনো দল এককভাবেই সরকার গঠন করতে পারে।


** রাষ্ট্রপতি ভবনে মোদী


বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মে ২০, ২০১৪/আপডেটেড: ১৬২১ ঘণ্টা
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।