ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পিস্টোরিয়াস মানসিক হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, মে ২০, ২০১৪
পিস্টোরিয়াস মানসিক হাসপাতালে

ঢাকা : প্রেমিকাকে হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি দক্ষিণ আফ্রিকার দৌড়বিদ অস্কার পিস্টোরিয়াসকে দেশটির প্রিটোরিয়ার মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

প্রেমিকা রেভা স্টেনক্যাম্পকে হত্যার সময় পিটোরিয়াসের মানসিক অবস্থা কেমন ছিলো ‍তা জানার জন্য সোমবার আদালতের বিচারক থোকোজিল মাসিপা   তাকে মানসিক হাসপাতালে পাঠানোর নিদের্শ দেন।



তাকে হাসপাতালের বহির্বিভাগে প্রায় এক মাস পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

প্রসঙ্গত, গত বছরের ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকান অ্যাথলেট  অস্কার পিস্টোরিয়াস নিজ বাড়িতেই প্রেমিকা রেভা স্টেনক্যাম্পকে গুলি করে হত্যা করে।

অবশ্য পিস্টোরিয়াস  আদালতে নিজেকে নির্দোষ এবং ইচ্ছাকৃতভাবে রেভাকে হত্যা করেনি বলে একাধিকবার দাবি করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মে ২০, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।