ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় জোড়া বিস্ফোরণে নিহত ১১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৭ ঘণ্টা, মে ২১, ২০১৪
নাইজেরিয়ায় জোড়া বিস্ফোরণে নিহত ১১৮ নাইজেরিয়ায় জোড়া বোমা বিস্ফোরণ

নাইজেরিয়ায় জোড়া বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১৮ জন নিহত হয়েছে। মঙ্গলবার সেন্ট্রাল নাইজেরিয়ান সিটি জোসে এ হামলা চালানো হয়।



প্রথম বিস্ফোরণটি একটি ব্যস্ত মার্কেটে ও দ্বিতীয়টি একটি হাসপাতালের সামনে ঘটানো হয়। প্রথমটির আধাঘণ্টা পর দ্বিতীয় বোমার বিস্ফোরিত হয়। এতে অনেক উদ্ধারকর্মীও নিহত হন।

এখন পর্যন্ত কোনো সংগঠনই এ হামলা দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসী সংগঠন বোকো হারাম এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।

এর আগেও জোস শহরে খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ০৭৩৭ ঘণ্টা, মে ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।