ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বুধবার রাজীব গান্ধীর ২৩তম মৃত্যুবার্ষিকী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, মে ২১, ২০১৪
বুধবার রাজীব গান্ধীর ২৩তম মৃত্যুবার্ষিকী রাজীব গান্ধী

ঢাকা: রাজীব গান্ধীর ২৩তম মৃত্যুবার্ষিকী বুধবার। ১৯৯১ সালের এই দিনে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের শ্রীপেরামবুদুরে আত্মঘাতী বোমা বিস্ফোরণের মাধ্যমে তাকে হত্যা করা হয়।

রাজীব গান্ধী ভারতের সর্বকনিষ্ঠ ও সপ্তম প্রধানমন্ত্রী।

ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী ও কংগ্রেসের সাবেক সভাপতির মৃত্যুবার্ষিকী পালনে নানা কর্মসূচি হাতে নিয়েছে কংগ্রেস। তবে গত দশ বছর ক্ষমতায় থাকা দলটি এ বারই রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে কর্মসূচির দিক দিয়ে তুলনামূলক পিছিয়েছে বলে সমালোচনা উঠেছে।

সমালোচকরা উঁচু নাকে বলছেন, লোকসভা নির্বাচনে হেরে যাবার কষ্টেই নাকি কংগ্রেসের মধ্যে রাজীব গান্ধী স্মরণ কমে এসেছে! তবে সদ্য ক্ষমতা থেকে বেরিয়ে যাওয়া কংগ্রেস নেতারা বলছেন, এমনটা যারা সমালোচনা করছেন তারা ভারতের ঐক্যমতের গণতন্ত্রে বিশ্বাসী নন। তারা সুবিধাবাদি।

জানা গেছে, কংগ্রেসের পক্ষ থেকে ভারতের বিভিন্ন রাজ্যে বুধবার বিকেলে স্মরণসভার আয়োজন করা হয়েছে।

১৯৯১ সালের আজকের এই দিনে শুধুমাত্র বিরোধের জের ধরে নির্মমভাবে হত্যা করা হয় রাজীব গান্ধীকে। ভারতের ইতিহাসে এই হত্যাকাণ্ড রাজীব গান্ধী হত্যাকাণ্ড নামে পরিচিত। বোমা বিস্ফোরণে রাজীব ছাড়াও আরও ১৪ জন নিহত হয়েছিলেন।

এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তেনমোঝি রাজারত্নম নামে লিবারেশন টাইগার্স অব তামিল ইলম বা এলটিটিই-এর এক মহিলা সদস্য। এলটিটিই প্রথমে রাজীব-হত্যার দাযয় অস্বীকার করলেও পরে মুখপাত্র অ্যান্টন বালাসিংহমের একটি বক্তব্যের মাধ্যমে তা স্বীকার করে নেয়।

রাজিব গান্ধী ইন্দিরা নেহেরু ও ফিরোজ গান্ধীর বড় ছেলে। তার জন্ম ২০ আগস্ট ১৯৪৪ সালে। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর মায়ের মৃত্যুর দিন মাত্র চল্লিশ বছর বয়সে রাজিব ভারতের সর্ব কনিষ্ঠ প্রধানমন্ত্রীরূপে দায়িত্ব গ্রহণ করেন।

১৯৮৯ সালের ২ ডিসেম্বর সাধারণ নির্বাচনে পরাজয়ের পর পদত্যাগ করার আগ পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯১ সাল পর্যন্ত রাজীব গান্ধী ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি।

রাজিব গান্ধীর স্ত্রী সোনিয়া গান্ধী। রাজিবের এক ছেলে ও এক মেয়ে। ছেলে রাহুল গান্ধী ১৬তম লোকসভার সংসদ সদস্য এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক। আর মেয়ে প্রিয়াংকা গান্ধী।

বাংলাদেশে সময়: ১১৫৮ ঘণ্টা, মে ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।