ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লেবাননে সিরিয়ান শরণার্থীরা চিকিৎসা সংকটে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, মে ২১, ২০১৪
লেবাননে সিরিয়ান শরণার্থীরা চিকিৎসা সংকটে ছবি: সংগৃহীত

ঢাকা : আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের এক রিপোর্টে বলা হয়েছে লেবাননে সিরিয়ান শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা বন্ধ হওয়ায় শরণার্থীরা স্বাস্থ্যসেবা থেকে মারাত্মকভাবে বঞ্চিত হচ্ছে।

রিপোর্ট বলছে কিছু সিরিয়ান প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিতে সংকটের মধ্যেও দেশে ফিরে গিয়েছেন।

 

এর আগে প্রায় ১০ লক্ষ সিরিয়ান দেশটির যুদ্ধ বিগ্রহ থেকে নিজেদের রক্ষা করার জন্য লিবাননে আশ্রয় নিয়েছিলেন।

অবশ্য এ সংখ্যাকে ২৭ লক্ষ উল্লেখ করে জাতিসংঘ বলছে দিন দিন লেবাননে সিরিয়ান শরণার্থীর সংখ্যা বাড়ছে।

জাতিসংঘ আন্তর্জাতিক দাতা গোষ্ঠীর প্রতি ৪২০ কোটি মার্কিন ডলার সাহায্যের আবেদন করেছে। কিন্তু এখন পর্যন্ত মাত্র এ টাকার ২৪ শতাংশ সংগৃহীত হয়েছে। যার ফলে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

সিরিয়্ন শরণার্থীরা পার্শ্ববর্তী দেশ তুরস্ক, জর্ডান, ইরাক, মিসরসহ অন্যান্য দেশে পাড়ি জমিয়েছেন। তবে সবচেয়ে বেশি মানুষ লেবাননেই আশ্রয় নিয়েছেন।

এ দিকে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিরিয়ান শরণার্থীদের চাপের ফলে তার দেশ অস্তিত্ব সংকটের মুখে পড়েছে।

বাংলাদেশ সময় : ১৫৫৪ ঘণ্টা, মে ২১, ২০১৪

 
  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।