ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ড্রোনে পিৎজা পৌঁছাচ্ছে মুম্বাইয়ের রেস্টুরেন্ট!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, মে ২১, ২০১৪
ড্রোনে পিৎজা পৌঁছাচ্ছে মুম্বাইয়ের রেস্টুরেন্ট!

ঢাকা: গত বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট আমাজন জানিয়েছিল, মনুষ্যবিহীন ড্রোনের মাধ্যমে গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে তারা। কিন্তু বিস্ময়করভাবে ড্রোন ব্যবহার করেই ইতোমধ্যে ভোক্তার বাড়িতে পিৎজা পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছে মুম্বাইয়ের একটি রেস্টুরেন্ট!

ফ্র্যাঁসেসো পিৎজারিয়া নামে রেস্টুরেন্টটির প্রধান নির্বাহী মিখেল রজনী সাংবাদিকদের বলেন, মনুষ্যবিহীন ড্রোনের মাধ্যমে আমাদের আউটলেট থেকে দেড় কিলোমিটারের মধ্যে অর্ডারদাতার কাছে পিৎজা পৌঁছে দিয়েছি।

মনুষ্যবিহীন ড্রোনে পণ্য পৌঁছে দেওয়ার এ সফল পরীক্ষা গত ১১ মে চালিয়েছি আমরা।

তিনি জোর দিয়ে বলেন, এটা ছিল প্রথম পরীক্ষামূলক ফ্লাইট। ‍আগামী কয়েক বছরের মধ্যেই নিয়মিত এ পদ্ধতিতে ভোক্তার দোরগোড়ায় ড্রোনের মাধ্যমে পণ্য পৌঁছে দেবো আমরা।

রজনী জানান, মুম্বাইয়ের প্যারেল এরিয়া থেকে ওড়লি এলাকার একটি উ‍ঁচু ভবনে পিৎজা পৌঁছে দেয় তাদের চার ডানার ড্রোনটি।

তিনি দাবি করেন, এই প্রথম পণ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভারতে মনুষ্যবিহীন ড্রোন ব্যবহার করা হলো।

 

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, মে ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।