ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মায়ের কাছ থেকে ১০১ টাকা নিলেন মোদী

খুররম জামান, ডিপ্লোম্যাটিক অ্যাফেয়ার্স এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, মে ২২, ২০১৪
মায়ের কাছ থেকে ১০১ টাকা নিলেন মোদী

ঢাকা: নরেন্দ্র মোদী তার মা হিরাবার (৯৩) সঙ্গে সাক্ষাত করেছেন। আশীর্বাদের জন্য বৃহস্পতিবার সকালে মোদী তার মায়ের বাসভবনেব যান।

এসময় হিরাবা মোদীকে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার ১০১ টাকা দিয়েছেন মিষ্টি খাওয়ার জন্য।

মায়ের ১০১ টাকা নিয়ে মোদী দিল্লীতে আসেন।   তার জোট ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) সদস্যদের সঙ্ড়ে বৈঠক করেন। মন্ত্রিসভার জন্য তাদের কাছে জীবনবৃত্তান্ত চান।

এর আগে গত পরশু সংসদের সেন্ট্রাল হলে নির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ভারত যেমন আমার মা তেমনিভাবে বিজেপিও আমার মা।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, মে ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।