ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মোদীর শপথ অনুষ্ঠানে ২৫০০ অতিথি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, মে ২৩, ২০১৪
মোদীর শপথ অনুষ্ঠানে ২৫০০ অতিথি

ঢাকা: ভারতের ১৫তম প্রধানমন্ত্রী হিসেবে আগামী সোমবার (২৬ মে) শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।



রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে দুই হাজার পাঁচশ’ জনকে দলের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। লোকসভা ও রাজ্যসভার সব সদস্যদের দাওয়াত করা হলেও বাদ পড়েছেন তাদের পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে বিদায়ী প্রধানমন্ত্রী মনমোহন সিং উপস্থিত থাকতে পারেন বলে আশা করা হচ্ছে। এছাড়া সাবেক প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ এবং প্রতিভা পাতিলকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে পাকিস্তানের ‍প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ উপস্থিত থাকবেন কিনা সে বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছেনা।

মন্ত্রী পদধারী একজন সদস্য সর্বোচ্চ চারজনকে সঙ্গে আনতে পারবেন। এছাড়া জোটের সব নেতাদেরও দাওয়াত দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে মোদীর মা হিরাবা (৯৫) ও ভাইয়ের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

একঘণ্টা ১০ মিনিট ব্যাপী অনুষ্ঠানটি শুরু হবে ওইদিন সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, মে ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।