ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, জুন ১০, ২০১০

করাচি: পাকিস্তানের বন্দরনগরী করাচিতে রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমার  বিস্ফোরণে ১ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার নৌবাহিনীর কর্মকর্তাদের বাসভবনের কাছে গাড়ি পার্কিং এর জন্য নির্ধারিত একটি স্থানে বোমাটি বিস্ফোরিত হয় বলে পুলিশ কর্মকর্তা ইকবাল মাহ্মুদ জানান।

তবে হামলার উদেশ্য এখনো পরিস্কার নয়।

পাকিস্তান নৌবাহিনীর মুখপাত্র মোহম্মদ সালমান বোমা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন। তবে নৌবাহিনীর কলোনিই যে হামলার লক্ষ্যবস্তু ছিল এমন ধারণা নাকচ করে দেন তিনি ।  

পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে ১ কোটি ৬০ লাখের ও বেশী লোক বসবাস করে। করাচির রাজনৈতিক, জাতিগত  এবং ধর্মীয় সহিংসতার ইতিহাস অনেক পুরনো। এই শহর আলকায়েদা এবং তালেবান নেতারা লুকিয়ে থাকার স্থান বলে ধারণা করা হয়।

বাংলাদেশ স্থানীয় সময়:১৪২৬ঘন্টা, ১০জুন,২০১০
এসআইএস/ডিসি/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।