ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আকস্মিক সফরে আফগানিস্তানে ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৯ ঘণ্টা, মে ২৫, ২০১৪
আকস্মিক সফরে আফগানিস্তানে ওবামা উড়োজাহাজ থেকে নামছেন বারাক ওবামা

ঢাকা: কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই আফগানিস্তান সফরে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। রোববার রাতে প্রেসিডেন্টের বিশেষ উড়োজাহাজে চড়ে তিনি আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছান বলে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।



বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওবামা দেশটিতে থাকা যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি বাগারাম পরিদর্শন করবেন।

এছাড়া, আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই অথবা দেশটির কোনো কর্মকর্তার সঙ্গে তার সাক্ষাতের সূচি নির্ধারিত নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, মে ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।