ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উত্তরপ্রদেশে দুই ট্রেনের সংর্ঘষ, নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, মে ২৬, ২০১৪
উত্তরপ্রদেশে দুই ট্রেনের সংর্ঘষ, নিহত ৪০ ছবি : সংগৃহীত

ঢ‍াকা: ভারতের উত্তরপ্রদেশের খলিলাবাদে যাত্রীবাহী একটি ট্রেন পণ্যবাহী অপর একটি ট্রেনকে চাপা দিলে অন্তত ৪০ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে প্রায় দেড় শতাধিক ব্যক্তি।



সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদ মাধ্যমগুলো জানায়, রাজ্যের রাজধানী লাখনৌ থেকে ২৩০ কিলোমিটার দূরে সন্ত কবিরনগর জেলার চুরেইড রেলওয়ে স্টেশনের কাছে যাত্রীবাহী ট্রেনটি পণ্যবাহী ট্রেনের পাতে ঢুকে পড়ে সেটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দেড় ডজনেরও বেশি লোকের মৃত্যু হয়। এছাড়া, হাসপাতালে নেওয়ার পর আরও দেড় ডজন লোকের মৃত্যু হয়। পণ্যবাহী ট্রেনটিকে চাপা দেওয়ার পর এর ছয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়।

প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে দুর্ঘটনায় আহতদের দ্রুত সেরে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মে ২৬, ২০১/আপডেট ১৭৪০ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।