ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের নতুন সরকারের শপথগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, মে ২৬, ২০১৪
ভারতের নতুন সরকারের শপথগ্রহণ

ঢাকা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ শপথ নিয়েছেন ভারতের নবগঠিত সরকারের মন্ত্রিসভার সদস্যরা।

সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের উন্মুক্ত প্রাঙ্গণে ‍আয়োজিত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির উপস্থিতিতে এ শপথ বাক্য পাঠ করেন বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রটির জনপ্রতিনিধিরা।



প্রথমে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শপথবাক্য পাঠ করেন মোদী। তারপর একে একে শপথ নেন রাজনাথ সিং, সুষমা স্বরাজ, অরুণ জেটলি, বেঙ্কাইয়া নাইডু, নিতিন গড়করি, সদানন্দ গৌড়া, উমা ভারতী, নাজমা হেপতুল্লা, গোপীনাথ মুন্ডে, রামবিলাস পশ্বন, কালরাজ মিশ্র, মানেকা গান্ধী, অনাথ কুমার, রবি শঙ্কর প্রসাদ, অশোক গজপতি রাজু, অনন্ত গীতে, হরসিমরাত কৌড় বাদল, নরেন্দ্র সিং তোমার, জুয়াল ওরাম, রাধা মহন সিং, থৌওড়োচন্দ গেহলত, স্মৃতি ইরানী, হর্ষবর্ধন।

এইকসঙ্গে শপথ নেন ভি কে সিং, রাও ইন্দ্রজিৎ সিং, সন্তোষ কুমার, শ্রিপদ নায়েক, ধর্মেন্দ্র প্রধান, সর্বানন্দ সোনোবাল, প্রকাশ জাবাদেকার, পীযূষ গোয়াল, নির্মলা সীতারমন, মনোজ সিনহা, নিহাল চন্দ, উপেন্দ্র কুশ্বাহা, পোন রাধাকৃষ্ণ, কিরণ রিজিজু, সঞ্জয় বালিয়ান, রাওসাহেব দানবে, জিতেন্দ্র সিং, মাসুক ভাই বাসাবা, বিষ্ণু দেব সাই এবং সুদর্শন ভগৎ।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্র বা সরকারপ্রধান কিংবা তাদের প্রতিনিধিসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতারা। উপস্থিত ছিলেন দেশটির সাবেক মন্ত্রী ও রাজনীতিকরা। এছাড়া, উপস্থিত ছিলেন রুপালি পর্দার কলাকুশলীরাও।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, মোদী ও তার সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে ফোরকোর্টে উপস্থিত হন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর পক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠানে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে ও আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইও। এছাড়া, ছিলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং, নেপালের প্রধানমন্ত্রী শুশিল কৈরালা, মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামেনসহ আমন্ত্রিত বিশ্ব নেতারা।

দেশি অতিথিদের মধ্যে শপথ অনুষ্ঠানে ছিলেন সাবেক প্রেসিডেন্ট এপিজে আবদুল কালাম, প্রতিভা পাতিল, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীসহ দলটির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা। উপস্থিত ছিলেন সাবেক কয়েকজন প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীও।

পশ্চিমবঙ্গ থেকে মন্ত্রিসভায় বাবুল সুপ্রিয়ের নাম উচ্চারিত হলেও তিনি মন্ত্রী পদে শপথ নেননি। এছাড়া, মন্ত্রিসভায় জায়গা হয়নি মুরলি মনোহর যোশী ও লালকৃষ্ণ আদভানিরও। অবশ্য, লোকসভার স্পিকার পদে নাম আসছে লালকৃষ্ণ আদভানি, সুমিত্রা মহাজন ও কারিয়া মুন্ডার।

জি নিউজের খবর অনুযায়ী, বিজেপির নতুন প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করবেন জেপি নাড্ডা।

শপথ নেওয়া মোদীর মন্ত্রিসভায় ২৩ জন পূর্ণমন্ত্রী, ১০ জন স্বতন্ত্র মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদে দায়িত্ব পালন করবেন

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মে ২৬, ২০১৪

** রধানমন্ত্রী পদে মোদীর শপথ
** ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠান শুরু

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।