ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দলের শক্তি বাড়াতে মন্ত্রিসভায় নেই অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, মে ২৭, ২০১৪
দলের শক্তি বাড়াতে মন্ত্রিসভায় নেই অমিত শাহ

ঢাকা: উত্তরপ্রদেশে বিজেপির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অমিত শাহ দলের জন্য আরো নিবেদিত হয়ে কাজ করবেন। তাই সদ্য গঠিত মন্ত্রিসভায় নেই তিনি।



ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অমিত শাহ মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রী কার্যালয়ে মধ্যে সমন্বয়ে কাজ করবেন। সরকারি কোনো পদে দায়িত্ব পালন করবেন না।

তবে এ বিষয়ে তার সঙ্গে ফোনে বা এসএমএস’এ যোগাযোগ করেও কোনো উত্তর পাওয়া যায়নি।

ধারণা করা হচ্ছে, ভারতের সর্বস্তরে বিজেপি’কে জনপ্রিয় ও শক্তিশালী করতে কাজ করবেন অমিত শাহ।

এছাড়া পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে কর্মীদের সঙ্গে কাজ করার জন্য তিনি তামিল এবং বাংলা শেখার চিন্তাভাবনা করছেন বলে বিশ্বস্ত সূত্র জানিয়েছে।

বিজেপি’র উত্তর প্রদেশের এ সাধারণ সম্পাদক আহমেদাব‍াদে পরিবারের সঙ্গে কিছুদিন ভালো সময় কাটানোর পরিকল্পনা করছেন।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মে ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।