ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তিউনিসিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হামলা, ৪ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, মে ২৮, ২০১৪
তিউনিসিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হামলা, ৪ পুলিশ নিহত

ঢাকা: তিউনিয়াসিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী লতিফ বিন জেড্ডুর পশ্চিম-মধ্য কেসারাইনের বাড়িতে হামলা করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা।

রাতভর এ হামলায় চারজন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন।



তবে স্বরাষ্ট্রমন্ত্রী অক্ষত রয়েছেন। তিনি এ সময় রাজধানী তিউনিসের বাসভবনে অবস্থান করছিলেন। কিন্তু তার স্ত্রী ও সন্তানরা গ্রামের বাড়ি কেসারাইনেই অবস্থান করছিলেন।

এ বিষয়ে বুধবার সরকারি মুখপাত্র মোহামেদ আলী আরোই সংবাদমাধ্যমকে জানান, দুর্বৃত্তরা কালাশনিকভ রাইফেল নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রামের বাড়িতে হামলা করে। এ সময় তাদের প্রতিরোধ করতে গেলে চারজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

হামলার পর দেখা যায়, মন্ত্রীর বাড়ির দেওয়াল ও মাটিতে অসংখ্য রক্তের দাগ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা সংবাদমাধ্যমকে জানান, হামলাকারীরা একটি পিকআপ ট্রাকে করে এসেছিল এবং পিকআপটি হুড দিয়ে আচ্ছাদিত ছিল।

কারা এ হামলার জন্য দায়ী এবং এর কারণ এখনো জানা যায়নি।

কেসারাইন আলজেরিয়া সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, মে ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।