ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সোনিয়া গান্ধীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন বিজেপির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মে ২৮, ২০১৪
সোনিয়া গান্ধীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন বিজেপির স্মৃতি ইরানি

ঢাকা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মন্ত্রী স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতা জানতে চাওয়ায় কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন বিজেপির নেতারা।

এর আগে কংগ্রেসের অজয় মাকেন সদ্য গঠিত বিজেপির সরকারের মানব সম্পদমন্ত্রী ও সাবেক অভিনেত্রী স্মৃতি ইরানি স্নাতক পাস করতে পারেননি বলে অভিযোগ করেন।

এ নিয়ে তিনি টুইটারে বার্তা লেখেন।

এ বিষয়টি কংগ্রেসের অধিকার বহির্ভূত উল্লেখ করে বিজেপি বলেছে, কংগ্রেস নেতার অধিকার নেই মানব সম্পদ উন্নয়নমন্ত্রীর শিক্ষাগত যোগ্য নেই এই প্রশ্ন তোলার।   

এর পর পরই বিজেপি থেকে কংগ্রেস সভানেত্রী ও ইউপিএ প্রধান সোনিয়া গান্ধীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে পাল্টা প্রশ্ন তোলা হয়।

এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী কংগ্রেসের এ ‘অপ্রয়োজনীয় আগ্রাসী’ ভূমিকার সমালোচনা করেন।

তিনি কংগ্রেসকে উদ্দেশ করে বলেন, সোনিয়া গান্ধীর কী শিক্ষাগত যোগ্যতা আছে, যার কারণে তিনি ইউপিএ প্রধানের দায়িত্ব পালন করছেন?
 
এ সময় তিনি সোনিয়াকে গান্ধীকে বলেন, তিনি যেন তার এমপিদের এ ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেন।

মঙ্গলবার কংগ্রেস নেতা অজয় মাকেন তার টুইটার বার্তায় প্রশ্ন করেন, মোদীর এ কেমনতর মন্ত্রিসভা! মানবসম্পদ উন্নয়নমন্ত্রী (যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিতে চান) স্মৃতি ইরানি  স্নাতক পাসও করতে পারেননি। ইসিআই সাইটের ১১ নম্বর পৃষ্ঠায় যে কেউ তার এফিডেভিট দেখতে পারেন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মে ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।