ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরের প্রেসিডেন্ট হওয়ার পথে সিসি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, মে ২৯, ২০১৪
মিশরের প্রেসিডেন্ট হওয়ার পথে সিসি আব্দেল ফাত্তাহ আল-সিসি

ঢাকা: মিশরের সাবেক সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল-সিসি প্রেসিডেন্ট পদে জয়ী হতে যাচ্ছেন। প্রাথমিক ফলাফলে এমনটিই দেখা যাচ্ছে বলে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।



বৃহস্পতিবার সকালে সংবাদ মাধ্যম জানায়, প্রাথমিকভাবে প্রাপ্ত ভোট কেন্দ্রগুলোর ফলাফলে ৯৬ শতাংশের বেশি ভোট পেয়েছেন সিসি।

প্রেসিডেন্ট দৌঁড়ে থাকা অপর প্রার্থী বামপন্থী অভিজ্ঞ রাজনীতিবিদ হামদিন সাবাহি পেয়েছেন মাত্র ৩ দশমিক ৮ শতাংশ ভোট।

এদিকে, নির্বাচনে সিসি জয়ের পথে থাকায় বৃহস্পতিবার সকালে তাহরীর স্কয়ারে সমর্থকদের আনন্দ-উল্লাস করতে দেখা গেছে।

গত সোমবার মিশরে ভোটগ্রহণ শুরু হয়। দু’দিনব্যাপী এ ভোটগ্রহণ মঙ্গলবার শেষ হওয়ার কথা থাকলেও ভোটার উপস্থিতি কম থাকায় তা একদিন বাড়িয়ে বুধবার করা হয়। কিন্তু তাতেও ভোটার উপস্থিতি বাড়েনি।

নির্বাচনে ভোট পড়েছে মাত্র ৪৪ দশমিক ৪ শতাংশ। যা ২০১২ সালে ক্ষমতায় আসা মোহাম্মদ মুরসির সময়ের চেয়েও কম।

এদিকে, ভোটগ্রহণের সময় একদিন বাড়ানোয় দেশটির নির্বাচন কমিশনের ক্ষমতা ও স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই।

২০১৩ সালের জুলাইয়ে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন মুরসি।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মে ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।