ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাঠ্যবইয়ে নিজের নামে মোদীর আপত্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মে ৩০, ২০১৪
পাঠ্যবইয়ে নিজের নামে মোদীর আপত্তি নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদীর দল বিজেপি নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ইতিহাস সৃষ্টি করেছে। ইতিহাস সৃষ্টি করেছেন নরেন্দ্র মোদী নিজেও।

চা বিক্রেতা থেকে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী হয়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি।

তাই মোদীর জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিতে চাচ্ছেন অনেকেই। তাইতো বিজেপি শাসিত অনেক প্রদেশের সরকার মোদীর জীবনী পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি নজরে এসেছে নরেন্দ্র মোদীর।

এরপরেই শুক্রবার টুইটারে মোদী জানান, কয়েকটি প্রদেশের সরকার আমার জীবন সংগ্রাম স্কুল কারিকুলামে অন্তর্ভুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছে- এমন খবর আমি সংবাদপত্রে পড়েছি।

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জীবন্ত কোনো ব্যক্তির ইতিহাস স্কুলের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হওয়া উচিত না।

এরপর আরেকটি টুইটে সদ্য প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া মোদী বলেন, আজকের ভারতকে এখানে নিয়ে আসার পেছনে অনেক রথী-মহারথীর হাত আছে। তরুণদের ভারতের ওইসব উজ্জ্বল ইতিহাস জানা উচিত।

গুজরাটের শিক্ষামন্ত্রী সম্প্রতি নরেন্দ্র মোদীর জীবনী পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির ঘোষণা দেয়। এছাড়া প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব, মধ্যপ্রদেশ ও রাজস্থান সরকারও একই ঘোষণা দিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।