ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় এক কিশোরীকে ধর্ষণ করেছে ৩৮ ব্যক্তি

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, মে ৩০, ২০১৪
মালয়েশিয়ায় এক কিশোরীকে ধর্ষণ করেছে ৩৮ ব্যক্তি

ঢাকা: মালয়েশিয়ায় ১৫ বছরের এক কিশোরীকে ৩৮ জন মিলে ধর্র্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।   

এ ঘটনায় মালয়েশিয়ান পুলিশ ১৩ যুবককে আটক করেছে।

  সন্দেহভাজন আরো ২৫ যুবককে আটক করতে  জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ।

অ্যাস্ট্রো আওয়ানি টেলিভিশন ও স্টার ডেইলি প্রতিবেদনে জানায়, গত ২০ মে উত্তরের শহর কেলান্তানে এ ঘটনা সংগঠিত হয়। দুর্বৃত্তরা ওই কিশোরীকে স্থানীয় একটি মদের আস্তানায় তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

দুর্বৃত্তরা ওই কিশোরীকে কয়েক ঘণ্টা ধরে ধর্ষণ করে। এ ধর্ষণের সঙ্গে ওই কিশোরীর ১৭ বছর বয়সী বন্ধুও জড়িত ছিলো কিনা পুলিশ বিষয়টি খতিয়ে করছে।   

জেলার পুলিশ প্রধান আজহাম অথাম জানান, এ ঘটনায় ৩৮ ব্যক্তি জড়িত ছিলো।  

আটক ১৩ ব্যক্তির মধ্যে অনেকেরই জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তবে, নিউ স্ট্রেইটস টাইমস জানায়, আটকদের মধ্যে এক ব্যক্তি ও তার দুই কিশোর ছেলেও রয়েছে।

পুলিশ জানায়, এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

অথাম জানান, এটা খুবই খারাপ কথা যে, এত বড় একটা ঘটনা ঘটেছে, অথচ ২০ মিটার দূরত্বে বসবাসরত প্রতিবেশিরা বিষয়টি অনুধাবন করতে পারে নাই।

মালয়েশিয়ায় ২০১২ সালে প্রায় তিন হাজার ধর্ষণের ধটনা ঘটে। ধর্ষিতদের মধ্যে ৫২ শতাংশের বয়স ১৬ বছরের নিচে বলে জানায় মালেশিয়ান পুলিশ।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মে ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।