ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তান ইস্যুতে চীনকে আরও সংবেদনশীল হতে হবে: ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১
পাকিস্তান ইস্যুতে চীনকে আরও সংবেদনশীল হতে হবে: ভারত

নিউইয়র্ক: পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ব্যাপারে ভারতের উদ্বেগের প্রতি বেইজিংকে আরও সংবেদনশীল হতে হবে বলে ভারতের পররাষ্ট্রসচিব নিরূপমা রাও মন্তব্য করেছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।



নিউইয়র্কের দি নিউ স্কুল বিশ্ববিদ্যালয়ে আলোচনাকালে রাও বলেন, ভারত অন্যান্য দেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের বিরোধী নয়। কিন্তু বেইজিং এবং ইসলামাবাদের মধ্যে বিদ্যমান সম্পর্ক বিষয়ে নয়াদিল্লির বাস্তবিক অর্থেই কিছু উদ্বেগ আছে।

এগুলোর মধ্যে পাকিস্তানের পরমাণু কর্মসূচিতে চীনের সমর্থন একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এক্ষেত্রে ভারতের আরও স্পষ্টতা এবং জবাবদিহিতা প্রয়োজন বলে রাও উল্লেখ করেন। এক্ষেত্রে তিনি খোলাখুলি আলোচনার জন্য দেশগুলোকে স্বাগত জানান।  

ভারতের এ কর্মকর্তা আরও বলেন, চীন একইসঙ্গে জম্মু-কাশ্মীর এবং পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরের বাসিন্দাদের ভিসার অনুমোদন দেবে বলে নয়াদিল্লি দৃঢ়ভাবে বিশ্বাস করে।

এভাবে ভারতের সার্বভৌমত্ব ও ভূখ-ের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে চীন আরও সংবেদশীলতা দেখালেই নয়াদিল্লি-বেইজিং সম্পর্ক আরও দৃঢ় হবে বলে রাও উল্লেখ করেন।  

এছাড়া ভারত ও পাকিস্তান উভয়েই সীমানা সংক্রান্ত বিরোধ মীমাংসায় কাজ করে যাচ্ছে বলেও রাও জানান।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।