ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিদ্রোহী হামলায় আলেপ্পোতে ৪০ সিরীয় সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, জুন ১, ২০১৪
বিদ্রোহী হামলায় আলেপ্পোতে ৪০ সিরীয় সৈন্য নিহত

ঢাকা: সিরিয়ার আলেপ্পোতে বিদ্রোহীদের বোমা হামলায় ৪০ জন সরকারি সৈন্য নিহত হয়েছেন।

আলেপ্পোর একটি সামরিক ছাউনিতে শনিবার সিরীয় বিদ্রোহী বাহিনী বোমার বিস্ফোরণ ঘটালে ৪০ জন সরকারি সৈন্য নিহত হয়।



সিরীয় বিদ্রোহী বাহিনী ও স্থানীয়দের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানায়।

এ হামলার জন্য সিরীয় বিদ্রোহী বাহিনীর সহযোগী সংগঠন দ্য ইসলামিক ফ্রন্ট দায় স্বীকার করে। তবে এ সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

এদিকে, বোমা হামলার একটি ভিডিও ওয়েব সাইটে আপলোড করা হয়। এতে দেখা যায়, আলেপ্পোর জারই এলাকায় ব্যাপক ধোঁয়া উঠতে দেখা যায়। সেই সঙ্গে ধ্বংসস্তূপ প্রচণ্ড গতিতে উপরের দিকে উঠে যাচ্ছে।

দ্য ইসলামিক ফ্রন্ট ৪০ জন সরকারি সৈন্য নিহত হওয়ার কথা জানালেও যুক্তরাজ্যভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ২০ জনের বেশি নিহত হওয়ার কথা জানায়।

সরকারি ও বিদ্রোহী বাহিনীর হামলা ও পাল্টা হামলায় আলেপ্পো শহর কার্যত দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে।

বিদ্রোহী বাহিনী সিরীয় প্রেসিডেন্ট বশির আল-আসাদকে ক্ষমত্যাচ্যুত করতে গেরিলা হামলা চালাচ্ছে। তবে ইদানীং তারা বিভিন্ন টানেলে হামলা চালাতে শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, জুন ০১, ২০১৪
 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।