ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে বিক্ষোভ সামলাতে সেনা ও পুলিশ মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, জুন ২, ২০১৪
থাইল্যান্ডে বিক্ষোভ সামলাতে সেনা ও পুলিশ মোতায়েন

ঢাকা: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সামরিক অভ্যুত্থানের বিরোধীদের বিক্ষোভ সামলাতে পর্যাপ্ত সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করেছে দেশটির সেনা সরকার।

এ লক্ষ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় করা হয়েছে নিরাপত্তা জোরদার।

পাশাপাশি রাজধানীর কোনো কোনো স্থানে আরোপ করা হয়েছে যান চলাচলে নিষেজ্ঞা।

অধিক সংখ্যক সেনা ও পুলিশ সদস্য মোতায়েনে তাই ফাকা হয়ে পড়েছে ব্যাংককের বাণিজ্যিক কেন্দ্রগুলো।

জানা গেছে, ব্যাংককে পাঁচ জন বা তার বেশি সংখ্যক মানুষ একত্রে জমায়েত হয়ে বিক্ষোভের চেষ্টা চালাচ্ছে প্রায় প্রতিদিনই। মূলত এ জন্যই এই ব্যবস্থা নিয়েছে দেশেটির সেনা সরকার।

উল্লেখ্য, থাই সেনাবাহিনী গত মাসের ২২ তারিখ ক্ষমতা দখল করে।

বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, জুন ২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।