ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারত পাক প্রধানমন্ত্রীর সঙ্গে স্কুলবালকের মতো আচরণ করেছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জুন ২, ২০১৪
ভারত পাক প্রধানমন্ত্রীর সঙ্গে স্কুলবালকের মতো আচরণ করেছে

ভারত পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে ‘স্কুলবয়’ এর মতো আচরণ করেছে বলে অভিযোগ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যান ও সাবেক পাক ক্রিকেটার ইমরান খান।

গত ২৬ মে নওয়াজ শরিফ নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতে যান।

এরপর সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পার্লামেন্ট হাউজের বাইরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইমরান খানের উদ্ধতি দিয়ে পাকিস্তানের ডন অনলাইন জানায়, নয়াদিল্লিতে হারিয়াত কনফারেন্স যোগ না দিয়ে ভারতের প্রধানমন্ত্রী কাশ্মির ইস্যু নিয়ে আলোচনার পথ রুদ্ধ করেছেন।

এসময় তিনি পাকিস্তানের রাজনৈতিক নানা ইস্যু নিয়ে কথা বলেন।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, জুন ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।