ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মিশেল ওবামা

দুই দেহে এক প্রাণ, হাসিই সমাধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১
দুই দেহে এক প্রাণ, হাসিই সমাধান

ওয়াশিংটন: এবার বিশ্ব ভালবাসা দিবসে মার্কিন ফাস্ট লেডি মিশেল ওবামা যুগলদের উদ্দেশে দেওয়া পরামর্শটি শুনুন: আপনার জীবনসঙ্গীর সঙ্গে হাসুন।

তিনি বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামা ও তিনি তাই করে থাকেন এবং এটা খুব কার্যকরীও।

আর এ কারণেই রাজনৈতিক চাপ সত্ত্বেও তারা এখন পার করছেন বিয়ের সফল ১৯ বছর।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সম্মানে মঙ্গলবার আয়োজিত মধ্যাহ্ণ ভোজে ফার্স্ট লেডি বলেন, ‘আমি খুব হাসার চেষ্টা করি। আমরা বাড়িতে কখনো গম্ভীর ভাব করে থাকি না এবং বিয়ের ক্ষেত্রে একমাত্র হাসিই পারে একটি সম্পর্ককে মজবুত করতে। ’

‘তাই আমরা এখনও একসঙ্গে খুব মজা করি এবং এর প্রায় সবই একান্ত ব্যক্তিগত। তারপরও আমরা সব সময়ই একে অন্যকে খুশি রাখার চেষ্টা করি এবং এটা খুব কার্যকর। ’

‘একইসঙ্গে ওবামা যে খুব রোমান্টিক এটাও এর মধ্য দিয়ে প্রমাণিত হয়। কেননা সে সব গুরুত্বপূর্ণ দিন, জন্মদিন এসব মনে রাখে। সে কখনোই এগুলো ভুলে যায় না, এমনকি আমি হয়তো ভাবি সে ভুলে গেছে, কিন্তু কখনোই তা হয় না। মাঝে মাঝে আমি গম্ভীর হওয়ার চেষ্টা করি, তাকেও এ সুযোগ দেই, কিন্তু সে কখনোই এসবের তোয়াক্কা করে না। ’

গত সপ্তাহে ‘লাইভ! উইথ রেজিস অ্যান্ড কেলিস’ নামের টক শোতে মিশেল ওবামা এ বিষয়ে আরও বলেন, ‘সব সময় সম্পর্কের মধ্যে রোমান্স বজায় রাখুন, এমনকি তা যদি হয় হোয়াইট হাউসে, তবে তাই সই!’

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।