ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার নারী ব্লগারের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১

নিকোসিয়া: সিরিয়ার তাল আল-মাল্লাউহি নামের একজন নারী ব্লগারকে পাঁচ বছরের কারাদ- দিয়েছেন দেশটির আদালত। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা একটি বিবৃতিতে সোমবার এ তথ্য জানিয়েছে।

খবর এএফপির।

এতে বলা হয়, ‘রাজধানী দামাস্কাসে রাষ্ট্রের নিরাপত্তা আদালত আজ (সোমবার) বিদেশে তথ্য পাচারের অভিযোগে তাল আল-মাল্লাউহিকে পাঁচ বছরের কারাদ- দিয়েছেন। ’

১৯ বছর বয়সী শিক্ষার্থী মাল্লাউহির বিরুদ্ধে অভিযোগ, তিনি কায়রোর মার্কিন দূতাবাসের পক্ষে গুপ্তচরবৃত্তি করছিলেন। তবে ওয়াশিংটন এ অভিযোগ নাকচ করে শনিবার তার দ্রুত মুক্তির আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।