ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আবারও গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৪
আবারও গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল ছবি: সংগৃহীত

হামাস যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর আবারও ফিলিস্তিনির গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। নতুন করে আরো অন্তত দুইটি লক্ষ্যবস্তুতে হামলা করেছে ইসরায়েল।



এর আগে গাজায় চলমান সংঘর্ষ বন্ধে মিসরের সাময়িক যু্দ্ধবিরতির প্রস্তাব ইসরায়েল মেনে নিলেও তা নাকচ করে দেয় ফিলিস্তিনি। হামাসের সশস্ত্র উইং এটাকে ‘আত্মসমর্পণ’ বলে উল্লেখ করে।

গত আট দিনে ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত ১৯২ জন নিহত হয়েছেন।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, নিহতদের মধ্যে এক তৃতীয়াংশ ছিলেন সাধারণ মানুষ। এদিকে ফিলিস্তিনির রকেট হামলায় এ পর্যন্ত চারজন ইসরায়েলি আহত হয়েছেন বলে জানিয়েছে পশ্চিমা গণমাধ্যম।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করে, মঙ্গলবার সকালে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পর তারা গাজায় আক্রমণ স্থগিত করে। সেই সুযোগে গাজা প্রায় অর্ধশত রকেট হামলা চালায়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।