ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ড্রোন হামলায় সন্দেহভাজন ১৮ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪
পাকিস্তানে ড্রোন হামলায় সন্দেহভাজন ১৮ জঙ্গি নিহত

ঢাকা: পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের উপজাতি অধ্যুষিত দাতাখিল এলাকায় মার্কিন ড্রোন হামলায় সন্দেহভাজন ১৮ জঙ্গি নিহত হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।



সংবাদ ‍মাধ্যম জানায়, দাতাখিলের সাঈদগাই এলাকায় জঙ্গিদের আস্তানা লক্ষ্য করে চালানো মার্কিন ড্রোন হামলায় সন্দেহভাজন ১৮ জঙ্গি নিহত হয়েছে। ‍হামলায়  আস্তানাটি পুরোপুরি বিধ্বস্ত হয়। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে ১০ জুলাই একই এলাকায় ড্রোন হামলায় সন্দেহভাজন ১০ জঙ্গি নিহত হয়।

এছাড়া ড্রোন হামলায় ১৮ জুন মিরানশাহর তেহসিল এলাকায় সন্দেহভাজন ৬ এবং ১২ জুন উত্তর ওয়াজিরিস্তানে সন্দেহভাজন ১৬ জঙ্গি নিহত হয় বলে সংবাদ মাধ্যম জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।