ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘মিনি আইএমএফ’ গঠনের ঘোষণা দিলো ব্রিকস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪
‘মিনি আইএমএফ’ গঠনের ঘোষণা দিলো ব্রিকস

ঢাকা: বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় পশ্চিমা আধিপত্য ঠেকাতে ‘মিনি আইএমএফ’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে উদীয়মান পরাশক্তিদের জোট ব্রিকস।

ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলন থেকে স্থানীয় সময় মঙ্গলবার সাংহাইভিত্তিক একটি আন্তর্জাতিক অর্থ তহবিল ও উন্নয়ন ব্যাংক গঠনের এ সিদ্ধান্ত নেয় ব্রিকসের সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধানরা।


 
বিশ্বব্যাপী উন্নয়ন কর্মকাণ্ডে তহবিল যোগানোর পাশাপাশি ভবিষ্যতের অর্থনৈতিক সঙ্কটকে মোকাবেলা করাও এই তহবিলের উদ্দেশ্য বলে ঘোষণা করে ব্রিকস।

ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর ফোর্তালেজায় অনুষ্ঠিত ব্রিক দেশগুলোর সম্মেলনে অংশ নেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ,রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন,চীনের প্রেসিডেন্ট সি জিনপিং, দক্ষিণ অাফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সম্মেলন থেকে এই তহবিল ও ব্যাংক গঠনের ঘোষণা দিতে গিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, আমরা ব্রিকস ব্যাংক ও তহবিল গঠনের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই পদক্ষেপকে নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় খুবই শক্তিশালী উদ্যোগ বলে মন্তব্য করেছেন।

গত বছর প্রথম এই তহবিল গঠনের পরিকল্পনার কথা জানায় বিশ্বের পাঁচটি উদীয়মান পরাশক্তির এই জোট।

নতুন ব্যাংক ও তহবিল ওয়াশিংটন ভিত্তিক বিশ্বব্যাংক ও আইএমএফ এর প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হবে বলে ধারণা করা হচ্ছে।
 
চীনের প্রেসিডেন্ট সি জিনপিং বলেন, আমাদের বৈশ্বিক পর্যায়ে অর্থনৈতিক ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করতে হবে। একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিত্ব ও আওয়াজকেও বাড়াতে হবে।

সম্মেলনে আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের আরও সংস্কার দাবি করে উন্নয়নশীল দেশগুলোর জন্য আরও ভোটিং শেয়ার দাবি করেন ব্রিকস নেতারা।

জানা গেছে, আপাতত ৫০ বিলিয়ন ডলারের এই তহবিল গঠন করা হলেও অদূরভবিষ্যতে এটি বাড়িয়ে ১শ’ বিলিয়ন ডলারে করা হবে।

দীর্ঘ আলাপ আলোচনার পর ব্রিকস নেতারা সাংহাইয়ে এই ব্যাংকের সদর দফতর স্থাপনের সিদ্ধান্ত নেন। ব্যাংকের প্রথম প্রেসিডেন্ট হবেন একজন ভারতীয় এবং ব্যাংকের বোর্ডের চেয়ারম্যান হবে ব্রাজিল থেকে। এছাড়া আফ্রিকা মহাদেশে ব্যাংকের আঞ্চলিক সদর দফতর হবে দক্ষিণ অফ্রিকায়।

ব্যাংকে সবচেয়ে বেশি তহবিল যোগাবে চীন, ৪১ বিলিয়ন ডলার। ব্রাজিল, ভারত ও রাশিয়া যোগাবে ১৮ বিলিয়ন করে, দক্ষিণ আফ্রিকা দেবে ৫ বিলিয়ন ডলার। ২০১৬ সাল থেকে ঋণ দেয়া শুরু করবে এই ব্যাংক।

ব্রিকসভুক্ত দেশগুলোতে বিশ্বের ৪০ শতাংশ মানুষের বসবাস। তাদের হাতে বিশ্ব অর্থনীতির ৫ ভাগের এক ভাগ। এছাড়া গত দশ বছরে বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধির অর্ধেক ঘটেছে এই দেশগুলোতে।
 
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।