ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুল বিমানবন্দরে জঙ্গি হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪
কাবুল বিমানবন্দরে জঙ্গি হামলা সংগৃহীত

ঢাকা: কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র জঙ্গিরা হামলা চালিয়েছে বলে আফগান পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।



প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের একটি অব্যবহৃত ভবন থেকে বিমানবন্দর নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে জঙ্গিরা। প্লেনগুলোকে আফগানিস্তানের বিভিন্ন শহরে অবতরণ করতে বলা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

রামিন আনওয়ারি নামে এক প্রত্যক্ষদর্শী সংবাদ মাধ্যমকে জানান,  অন্তত দু’টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া বড় বড় আওয়াজও শোনা যায়।

আফগান পুলিশ এবং বিশেষ বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংর্ঘষ অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।