ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সমকামী বিয়ের উৎসাহদাতা ‘আর্চি’ কমিক নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪
সমকামী বিয়ের উৎসাহদাতা ‘আর্চি’ কমিক নিষিদ্ধ

ঢাকা: সমকামী বিয়ে উৎসাহ দেওয়ায় যুক্তরাষ্ট্রের জনপ্রিয় কমিক সিরিজ ‘আর্চি’র তৃতীয় ভলিউম ‘লাইফ উইথ আর্চি’ নিষিদ্ধ করেছে সিঙ্গাপুর সরকার।

দেশটির পরিবেশক কিনোকুনিয়া বইঘরে এই কমিক সিরিজের প্রথম, দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম ভলিউম পাওয়া গেলেও সমকামী বিয়ের উৎসাহদাতা তৃতীয় ভলিউমটি পাওয়া যাচ্ছে না।



সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, অস্বাভাবিক যৌনতাকে উস্কে দেওয়ায় স্থানীয় আইন অনুযায়ী পরিবেশক প্রতিষ্ঠান থেকে সিঙ্গাপুরের গণমাধ্যম উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশে ‘লাইফ উইথ আর্চি’ সরিয়ে নেওয়া হয়েছে।

কিনোকুনিয়া বইঘরের মুখপাত্র বলেন, অভিযুক্ত কমিকটি এখন আমরা বিক্রি করতে পারছি না।

‘লাইফ উইথ আর্চি’ শিরোনামের ওই কমিক সিরিজ আগামী মাসের ৩৭তম সংখ্যায় শেষ হওয়ার কথা।

এই সিরিজের প্রথম সংখ্যায় ২০১০ সালের দিকে কেভিন কেলার নামে একটি সমকামী চরিত্রের উদ্ভব ঘটে। এই চরিত্র যুক্তরাষ্ট্রের সমকামী বিয়েবিরোধী পারিবারিক সংগঠন ‘ওয়ান মিলিয়ন মম’কেও সংক্ষুব্ধ করে। অবশ্য, দেশটিতে এ নিয়ে কোনো প্রশাসনিক পদক্ষেপ নিতে দেখা যায়নি।

তবে, কয়েকটি সামাজিক সংগঠনের দাবির মুখে সিঙ্গাপুর সরকারের এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে আর্চি কমিক সিরিজের প্রকাশক ও উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা জন গোল্ডওয়াটার বলেন, প্রকাশের তালিকার একেবারে শীর্ষে থাকা একটি বইয়ের ওপর সিঙ্গাপুরের এ নিষেধাজ্ঞার সঙ্গে আমরা একমত নই।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।