ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় গ্যাসক্ষেত্রের দখল নিলো আইএস জঙ্গিরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪
সিরিয়ায় গ্যাসক্ষেত্রের দখল নিলো আইএস জঙ্গিরা

ঢাকা: ইরাক ও সিরিয়ায় নিজেদের দখলকৃত এলাকায় ‘খেলাফত’ ঘোষণাকারী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের যোদ্ধারা সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের একটি গুরুত্বপূর্ণ গ্যাসক্ষেত্র দখল করে নিয়েছে।

বৃহস্পতিবার সকালে বাশার আল আসাদের অনুগত বাহিনীকে হটিয়ে পালমিরা এলাকায় অবস্থিত সায়ের গ্যাসক্ষেত্র দখল করে নেয় আইএস যোদ্ধারা।

হোমসের গভর্নর তালাল বারাজি এর সত্যতা নিশ্চিত করেছেন।

দুই পক্ষের ব্যাপক লড়াইয়ে ২৩ সরকারি সেনা নিহত হওয়ার খবর জানিয়েছে সিরিয়া বিষয়ক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবসার্ভেটরি ফর হিউম্যান রাইটস।

তবে সেখানে প্রহরারত ৩৪০জন সরকারি মিলিশিয়া ও গ্যাসক্ষেত্রের অন্যান্য কর্মচারীদের ভাগ্যে কি ঘটেছে তা এখনও অস্পষ্ট নয় বলে জানিয়েছেন সিরিয়ান অবসার্ভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদেল রহমান। লড়াইয়ে ১২ ইসলামিক স্টেট যোদ্ধাও নিহত হন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।