ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্রে ভূপাতিত ‘ফ্লাইট এমএইচ১৭’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪
ক্ষেপণাস্ত্রে ভূপাতিত ‘ফ্লাইট এমএইচ১৭’

ঢাকা: মাটি থেকে ছোড়া বিমানবিধ্বংসী ‘বিইউকে’ ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ‘ফ্লাইট এমএইচ১৭। ’ এমনটাই জানিয়েছে রাশিয়ার ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি।



স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শাখতেরেক্স এলাকায় বিধ্বস্ত হয় নেদারল্যান্ডের আমস্টার্ডাম থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী উড়োজাহাজটি। বিধ্বস্ত হওয়ার সময় আকাশযানটিতে ১৫ জন ক্রু সহ ২৯৫ জন আরোহী ছিলো।

এদিকে নিজেদের বিমান বিধ্বস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে মালয়েশিয়ান এয়ারলাইন্স। ইউক্রেনের আকাশসীমায় প্রবেশের পরপরই ওই উড়োজাহাজের সঙ্গে কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে বিমানসংস্থাটি।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যান্টন হেরাশচেঙ্কো জানিয়েছেন বিধ্বস্ত উড়োজাহাজের কোনো আরোহী বেঁচে থাকার সম্ভাবনা নেই।

ইউক্রেন থেকে রাশিয়ায় প্রবেশের প্রাক্কালে মাটি থেকে প্রায় দশ হাজার মিটার উচ্চতায় উড়োজাহাজটিতে আঘাত হানে ক্ষেপণাস্ত্র।
 
ইউক্রেনের পূর্বাঞ্চলে যেখানে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে সেখানে ইউক্রেনের রুশপন্থি বিদ্রোহী তৎপরতা চলছে। সোমবার ওই এলাকায় একইভাবে একটি ইউক্রেনীয় পরিবহন উড়োজাহাজকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিধ্বস্ত করে ইউক্রেনের রুশপন্থি বিদ্রোহীরা।

মালয়েশীয় এয়ারলাইন্সের উড়োজাহাজটি নেদারল্যান্ডের আমস্টার্ডাম থেকে আন্তর্জাতিক সময় ১২১৪ মিনিটে উড়াল দেয়। কুয়ালালামপুরে এর পৌঁছার কথা ছিলো স্থানীয় সময় ৬টা ৯ মিনিটে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।