ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অপয়া ১৭ জুলাই

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪
অপয়া ১৭ জুলাই

জুলাইয়ের ১৭ তারিখটা আপনার মনে হতেই পারে অপয়া। হ্যাঁ, এদিনে ২৯৫ জন যাত্রী নিয়ে মালয়েশীয় বিমান ভূপাতিত করার ঘটনা ঘটেছে।

আর তাতে যাত্রীদের সবারই ঘটেছে মর্মান্তিক মৃত্যু। ঠিক একই দিনে ঘটেছিল আরেক মর্মান্তিক বিমান দুর্ঘটনা; একই দিনে---১৯৯৬ সালের ১৭ জুলাই। ওইদিন টি ডব্লিউ এ ফ্লাইট ৮০০ ধসে পড়েছিল লং আইল্যান্ডের উপরে।

খুবই বড় এক বিমান-ট্র্যাজেডি হিসেবে গণ্য করা হয় একে।

ওইদিন টি ডব্লিউ এ ফ্লাইট ৮০০ নিউ ইয়র্কের জন এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উড়াল দিয়ে যাচ্ছিল ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে। কিন্তু বিধি বাম! লংক আইল্যান্ডের কাছে গিয়ে গোটা বিমানটাই বিস্ফোরিত হলো ; আর তাতে মারা পড়লো ২৩০ আরোহীর সবাই। বিমানটিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করা হয় বলে মনে করা হয়। মনে করা হয় এ ছিল সন্ত্রাসীদের কাজ। লংআইল্যান্ডের আশেপাশে যারা ছিলেন ওইদিন তাদের অনেকে দেখেছিলেন চোখের সামনে বিমানটিকে আগুনের গোলা হয়ে আকাশ থেকে মাটিতে ধসে পড়তে। তাদের কেউ কেউ বলেছিলেন যে, তারা রকেটসদৃশ বস্তু বা ‘হঠাৎ আলোর ঝলকানি জাতীয় কিছু একটা দেখতে পেয়েছিলেন। তারপরই চোখের সামনে একটা গগনবিদারি বিস্ফোরণ এবং আস্ত বিমানটিকে ধসে পড়তে দেখেন তারা।

যদিও প্রত্যক্ষদর্শীদের কথা তদন্তে ভুল প্রমাণিত হয়। চার বছর ধরে চলেছিল সে তদন্ত। এনটিএসবি তদন্ত দলের দাবি, ক্ষেপণাস্ত্র হামলা নয়, বরং জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হয়েই ঘটেছিল এ ঘটনা। পরে এফবিআই-ও চালায় চলন্ত। তারাও নিশ্চিত হয়---ওটা কোনো হামলা ছিল না।
যাহোক, ১৭ জুলাই তারিখটা দু’দুটো বড় বিমান ট্র্যাজেডির সাক্ষী হয়ে থাকলো। দুটি মর্মান্তিক আর বিয়োগান্তক ঘটনার সাক্ষী।

বিদেশি সংবাদসূত্র অবলম্বনে

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।