ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উড়োজাহাজ ভূপাতিতে নিরাপত্তা পরিষদের জরুরি সভা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪
উড়োজাহাজ ভূপাতিতে নিরাপত্তা পরিষদের জরুরি সভা সংগৃহীত

ঢাকা: ইউক্রেনে মালয়েশীয় যাত্রীবাহী উড়োজাহাজ ভূপাতিত করার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি সভা আহ্বান করা হয়েছে।

ব্রিটেনের জাতিসংঘ মিশন জানায়, শুক্রবার সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হবে।



জাতিসংঘ মিশন এ বিষয়ে জানায়, বুধবার ইউক্রেনের বিমানবাহিনীর একটি ফাইটার জেট ও বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে ২৯৮ জন যাত্রীসহ মালয়েশীয় উড়োজাহাজ ভূপাতিত করার পরিপ্রেক্ষিতে এ জরুরি সভা ডাকা হয়েছে।

এদিকে, ব্রিটেন নিরাপত্তা পরিষদকে এ ঘটনায় যত দ্রুত সম্ভব স্বচ্ছ, পূর্ণাঙ্গ ও আন্তর্জাতিক তদন্তে বিবৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে।

অপরদিকে, হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, স্বচ্ছ ও আন্তর্জাতিক তদন্ত হওয়া দরকার।

এর আগে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, ইউক্রেনে উড়োজাহাজ বিধ্বস্তের পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও আন্তর্জাতিকভাবে তদন্ত হওয়া প্রয়োজন।
 
তিনি সংবাদ সম্মেলনে বলেন, ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন, জাতিসংঘের একটি সংস্থা মালয়েশীয় উড়োজাহাজ বিধ্বস্তের বিষয়ে গভীর পর্যবেক্ষণ করছে।

তিনি বলেন, উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি।

এদিকে, ইউক্রেন সরকার ও রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা মালয়েশীয় উড়োজাহাজ ভূপাতিত করার দায় অস্বীকার করেছে।

অপরদিকে, ইউক্রেনে নিযুক্ত জাতিসংঘের রাষ্ট্রদূত ইউরি সের্গেইয়েভ টুইটারে টুইটার বার্তায় জানান, মালয়েশীয় যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় রাশিয়ার সামরিক বাহিনীর জড়িত থাকার প্রমাণ উপস্থাপন করবে ইউক্রেন সরকার। তবে এই ঘটনায় পুরোপুরি তদন্ত হওয়া দরকার।

প্রসঙ্গত, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জার্মানির আর্মস্টারডাম থেকে মালয়েশিয়া যাওয়ার পথে ইউক্রেনের আকাশসীমায় ২৯৮ জন যাত্রী নিয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ভূপাতিত হয়।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।