ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি সৈন্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪
গাজায় ইসরায়েলি সৈন্য নিহত সংগৃহীত

ঢাকা: ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল হামলা চালানোর সময় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

গত ৮ জুলাই থেকে টানা দশদিন বিমান হামলা চালানোর পর বৃহস্পতিবার থেকে স্থল হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

এ সময় গুলির আঘাতে তিন সৈন্য গুরুতর আহত হয়।

তাদেরকে একটি হেলিকপ্টারে করে অ্যাশকেলনের বারজিলাই হাসপাতালে নেওয়া হয়। সেখানেই ওই সৈন্য মারা যান বলে জানিয়েছেন আইডিএফ মুখপাত্র।

গাজায় হামলা শুরুর পর এই প্রথম কোনো ইসরায়েলি সেনা নিহত হলেন। এছাড়া এর আগে বুধবার গাজা থেকে ছোঁড়া রকেট হামলায় একজন ইসরায়েলি সাধারণ নাগরিক নিহত হয়েছিলেন।    

অপরদিকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ২৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো সহস্রাধিক।

ইসরায়েলের প্রধানমনন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্থল অভিযানের নির্দেশের পর বৃহস্পতিবার রাতে ট্যাংক নিয়ে গাজায় প্রবেশ করে সেনাবাহিনী।

১০ দিন ধরে গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৩০ জন বেসামরিক লোক নিহত হওয়ার পর নতুন করে এ আগ্রাসনে নেমেছে তেলআবিব।
 
গাজা থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, বিমান ও যুদ্ধজাহাজ থেকে ভারি বোমা হামলার পাশাপাশি ইসরায়েলের সীমান্তবর্তী গাজায় ট্যাংক-আর্টিলারি বসিয়ে হামলা চালানো হচ্ছে।

এছাড়া, গাজা উপদ্বীপের বিশাল এলাকাজুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তবে কী কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৪



 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।