ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ইসরাইলি সেনাকে বন্দি করেছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৪, জুলাই ২১, ২০১৪
ইসরাইলি সেনাকে বন্দি করেছে হামাস

ঢাকা: ফিলিস্তিনের ‘ইসলামী প্রতিরোধ আন্দোলন’- হামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেড ইসরাইলি এক সেনাকে বন্দি করেছে।

রোববার রাতে এ ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।



আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, বন্দি ওই সেনার নাম শাউল অ্যারন। গাজায় স্থলযুদ্ধ চলাকালে তাকে আটক করা হয়েছে বলে ওই সংগঠনটি দাবি করেছে।    

সংগঠনটির আবু উবায়দা (ছদ্দনাম) নামে এক মুখপাত্র এ কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছে।

তবে, ইসরাইল এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৪



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।