ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রেন দুর্ঘটনার কারণ অবহেলা, অন্তর্ঘাত নয়: বেসামরিক প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১০
ট্রেন দুর্ঘটনার কারণ অবহেলা, অন্তর্ঘাত নয়: বেসামরিক প্রতিরক্ষামন্ত্রী

কলকাতা: ভারতে সোমবারের ট্রেন দুর্ঘটনার কারণ অন্তর্ঘাত নয় বরং অবহেলা। পশ্চিমবঙ্গের বেসামরিক প্রতিরক্ষামন্ত্রী শ্রীকুমার মুখার্জি এএফপিকে একথা জানিয়েছেন।

এ দুর্ঘটনায় ৬০ জনেরও বেশি লোক নিহত হয়েছেন বলে জানা গেছে।

পূর্ব ভারতের দুর্ঘটনা কবলিত এলাকাটি থেকে মুখার্জি বলেন, “এটা কোনো অন্তর্ঘাত নয়। বরং রেলওয়ে প্রশাসনের একাংশের অবহেলার কারণেই মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটেছে। ”

তিনি বলেন, এ দুর্ঘটনায় মোট ৬১ জন নিহত ও ১শ’ ৬৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।