ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আদালতের মুখোমুখি হচ্ছে ম্যাকডোনাল্ডস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৪
আদালতের মুখোমুখি হচ্ছে ম্যাকডোনাল্ডস

ঢাকা: খাদ্যে মাত্রাতিরিক্ত ফ্যাট ও কার্বোহাইড্রেডের কারণে এবার রাশিয়ায় আদালতের মুখোমুখি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক ফাস্টফুড সরবরাহকারী চেইন শপ ম্যাকডোনাল্ডস।

জাতীয় খাদ্য নীতি ভঙ্গের কারণে ম্যাকডোনাল্ডসকে আদালতের মুখোমুখি হতে হচ্ছে বলে জানিয়েছে রাশিয়ান কনজ্যুমার প্রোটেকশন এজেন্সি।



এছাড়া ম্যাকডোনাল্ডসের চিজবার্গার এবং রয়েল চিজবার্গার পণ্যে পুষ্টি সর্ম্পকে ভুল তথ্য দেওয়ারও অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে রাশিয়ান কনজ্যুমার প্রোটেকশান এজেন্সি জানায়, রাশিয়ায় ম্যাকডোনাল্ডসের পণ্যে মাত্রাতিরিক্ত ফ্যাট ও কার্বোহাইড্রেড পাওয়ায় তাদের আদালতের মুখোমুখি হতে হচ্ছে।

প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা তাদের ওয়েবসাইটে জানান, নভগোরদে ম্যাকডোনাল্ডসের দু’টি রেস্টুরেন্টের পণ্য পরীক্ষা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য রেস্টুরেন্ট দু’টিকে দুই হাজার একশ’ ডলার জরিমানাও করা হয়েছে।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ম্যাকডোনাল্ডসের ‍কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইউক্রেন ইস্যুতে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সম্প্রতি সম্পর্কে বেশ টানাপোড়েন চলে আসছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি রাশিয়ায় আইনি লড়াইয়ে মুখোমুখি হওয়ার বিষয়টি দু’দেশের মধ্যে সম্পর্ক আবনতির আশঙ্কা করা হচ্ছে।

গত বছর ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চাইলে রাশিয়া তাতে বাধ সাধে। তারা ইউক্রেনে চকলেট আমদানি বন্ধ করে দেয়।

সম্প্রতি ম্যাকডোনাল্ডস ক্রিমিয়ায় তাদের আউটলেটটি বন্ধ করে দেয়।

ভোক্তাদের মেয়াদোত্তীর্ণ বা পঁচা মাংস খাইয়ে সম্প্রতি বেশ আলোড়ন সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ফাস্টফুড চেইন কেন্টাকি ফ্রাইড চিকেন (কেএফসি), পিৎজা হাট, ম্যাকডোনাল্ডস-সহ বেশ কিছু প্রখ্যাত প্রতিষ্ঠান।

পঁচা মাংস কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে এসব প্রতিষ্ঠানের মুরগির মাংস সরবরাহকারী চীনের যুক্তরাষ্ট্রভিত্তিক সাংহাই হুসি ফুডের পাঁচ কর্মকর্তাকে সম্প্রতি আটক করা হয়। এই অপরাধে জড়িত থাকার অভিযোগে হুসি’র কোয়ালিটি ম্যানেজারকেও আটক করা হয়।

ম্যাকডোনাল্ডস হংকংয়ে তাদের আউটলেটগুলোতে চিকেন নাগেট বিক্রি বন্ধ রেখেছে। মুরগির মাংস দিয়ে তৈরি আরও বেশ কিছু খাবারও বিক্রি বন্ধ করে দিয়েছে তারা।

এর আগে, জাপানেও একই উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।