ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মুনাফা কমলেও ব্যবহারকারী বেড়েছে টুইটারের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৪
মুনাফা কমলেও ব্যবহারকারী বেড়েছে টুইটারের

ঢাকা: চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (মার্চ-জুন) প্রায় ১৫ কোটি ডলার মুনাফা কমেছে বলে জানিয়েছে মাইক্রোব্লগ টুইটার। যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় তিনগুণ।



তবে মুনাফা কমলেও ব্যবহারকারী বেড়েছে টুইটারের। বর্তমানে প্রতিমাসে ২৭ কোটির বেশি মানুষ নিয়মিত টুইটার ব্যবহার করেন। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ বেশি।

টুইটারের মুনাফা কমার খবরে পুঁজিবাজারে প্রতিষ্ঠানটির শেয়ারে কোনো প্রভাব পড়েনি। বরং মঙ্গলবার এর শেয়ারের মূল্য ৩৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।

প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ ডিক কস্তোলা বলেন, বিশ্বকাপে মানুষজন তথ্য আদান প্রদানে টুইটার ব্যবহার করায় ব্যবহারকারী বেড়েছে।

মার্চ-জুন সময়ে টুইটার ব্যবহারকারী বেড়েছে এক কোটি ৬০ লাখ। এর মধ্যে এক কোটি ৩০ লাখই আন্তর্জাতিক ব্যবহারকারী।

এদিকে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন থেকে আয় বেড়েছে ১২৯ শতাংশ।

মাইক্রোব্লগ হিসেবে ২০০৬ সালে যাত্রা শুরু করে টুইটার। বর্তমানে বিশ্বজুড়ে টুইটার ব্যবহারকারীর সংখ্যা ৮৮ কোটি ৩০ লাখ বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।