ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এবোলোতে আফ্রিকায় নিহত ৬৭২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৪
এবোলোতে আফ্রিকায় নিহত ৬৭২ সংগৃহীত

ঢাকা: মরণঘাতী এবোলো ভাইরাসে আফ্রিকার তিনটি দেশে অন্তত ৬৭২ জন নিহত হয়েছেন। এছাড়াও আরো অন্তত এক হাজার ২০০ জন আহত হয়েছেন।



মার্কিন স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, গিনি, সিয়েরা লিওন ও  লাইবেরিয়ায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর এবিসি নিউজ

এ ব্যাপারে জাতিসংঘের সহযোগী সংগঠন ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন (ডব্লিউএইচও) বলেছে, ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে। নাইজেরিয়া, মালি ও সৌদি আরবে এবোলো আক্রান্ত রোগী পাওয়া গেছে।

পরস্পরের সংস্পর্শে আসলেই এ ভাইরাস ছড়ায়। এ রোগে ২৫ থেকে ৯০ ভাগ লোক মারা যায়।

এবোলো প্রতিরোধে আফ্রিকার কয়েকটি দেশ মিলে একটি ফান্ড গঠন করেছে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৪




 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।