ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

কে এই রহস্যময়ী!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৯, জুলাই ৩১, ২০১৪
কে এই রহস্যময়ী!

যুক্তরাষ্ট্রের সামাজিক গণমাধ্যম থেকে শুরু করে টিভি, অনলাইনে কয়েকদিন ধরে একটাই আলোচনা- ‘কে এই রহস্যময় নারী?  কালো লম্বা বোরখাকৃতির একপ্রকার পোশাক, কাঁধে কালো ব্যাগ, হাতে লম্বা লাঠি নিয়ে ঘুরে বেড়ানো ওই নারীকে প্রথমে কেউ কেউ ভূত বলে ধারণা করেছিল।

১৮ জুলাই থেকে পাহাড়-পর্বত, স্টেশন, মহাসড়ক, সেতু, বন-জঙ্গল কোথায় হাঁটেননি তিনি।

যুক্তরাষ্ট্রের সাউথইস্ট থেকে মিডইস্ট পর্যন্ত শুধু হেঁটেই চলেছেন, কোনো বিশ্রাম না নিয়ে। জর্জিয়ার রেঞ্জার থেকে ওহিয়ো’র অ্যাথেন্স পর্যন্ত প্রায় ৫০০ মাইলের এই জার্নি। এ কারণেই রহস্যটা আরো বেশি ঘনীভূত হয়েছে যুক্তরাষ্ট্রবাসীর কাছে।  

বিভিন্ন টিভি স্টেশন ‘ওমেন ইন ব্লাক’ শিরোনামে প্রতিবেদন করেছে।   তিনি ধর্মীয় কোনো মিশনে বের হয়েছে বলে মনে করেন অনেকে। তাকে নিয়ে একটি ফেসবুকে পেজও খোলা হয়েছে যাতে ১৯ হাজারের মতো ফলোয়ার রয়েছে।

ফেসবুক পেজে একটি পোস্টে লেখা আছে, কারো যদি এই নারীর সঙ্গে সাক্ষাৎ হয় তাহলে তাকে পানি এবং খাবার দিও। তার প্রতি দয়ালু হও।

বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।