ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওবামার বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৪
ওবামার বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বারাক ওবামা সংবিধান প্রদত্ত ক্ষমতার চেয়ে বেশি ক্ষমতা ব্যবহার করেছেন বলে অভিযোগ করা হয়েছে। মার্কিন হাউজ অব রিপ্রেজেনটেটিভ এ ব্যাপারে একটি কার্যবিধি (রেজ্যুলেশন) গ্রহণ করেছে।



বিধিটি ২২৫-২০১ ভোটে পাস হয়েছে। এর মধ্য দিয়ে এখন আইনগতভাবেই অভিযোগকারীরা মামলার খসড়া তৈরির ব্যাপারে প্রক্রিয়া শুরু করতে পারবেন।

অভিযোগকারীদের একজন বলছেন, ক্ষমতার অপব্যবহার করেই ওবামা মার্কিন নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা বিলটি নিয়ে ক্রমাগত দেরি করেছেন। এটি নিয়ে ওবামা শুধু শুধু দেরি করেছেন।

তবে একে `রাজনৈতিক স্ট্যান্টবাজী’ বলেছেন রাষ্ট্রপতি ওবামা।

এর আগে রিপাবলিকানদের পক্ষ থেকেও একই ধরনের অভিযোগ আনা হয়েছিল। সম্প্রতি পাঁচ তালেবান বন্দিকে মুক্তির বিনিময়ে এক মার্কিন নাগরিককে উদ্ধারের ব্যাপারে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ এনেছে ওবামার নিজ দল ডেমোক্র্যাট ও বিরোদী দল রিপাবলিকানরা।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৪




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।