ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি মেডেল ফিরিয়ে দিলেন ডাচ নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪
ইসরায়েলি মেডেল ফিরিয়ে দিলেন ডাচ নাগরিক ছবি: সংগৃহীত

দ্বিতীয় বিশ্বযুদ্ধে এক ইহুদি শিশুকে নাৎসি বাহিনীর হাত থেকে রক্ষা করেছিলেন ডাচ নাগরিক হেঙ্ক জানোলি। এজন্য ২০১১ সালে ইসরায়েল সরকার তাকে মেডেল দিয়ে সম্মানিত করে।

সম্প্রতি গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে সেই মেডেল ফিরিয়ে দিয়েছেন ৯১ বছর বয়সী জানোলি। কারণ গাজায় বিমান হামলায় তার ছয় আত্মীয় নিহত হয়েছেন।

হেগে ইসরায়েলি দূতাবাসকে লেখা এক বার্তায় জানোলি জানান, ইসরায়েলি এফ-১৬ হামলায় গাজায় বসবাসরত তার বড় ভাইঝির একটি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।

এতে নিহত হয়েছেন তার ছয় আত্মীয়। তাই তিনি আর এই মেডেল ধারন করতে পারবেন না।

তবে ইসরায়েলি দূতাবাস এই চিঠির জবাব দিতে অপারগতা প্রকাশ করেছে।

হামলায় নিহত জানোলির বড় ভাইঝি ছিলেন ডাচ কূটনীতিক। এক ফিলিস্তিনি অর্থনীতিবিদকে বিয়ে করে তিনি গাজায় থাকা শুরু করেন।

ইসরায়েলি হার্টজ পত্রিকায় প্রকাশিত এক চিঠিতে জানোলি বলেন, আমাকে অ-ইহুদি ক্যাটাগরিতে যে সম্মান ইসরায়েলি সরকার দিয়েছে তার ধরে রাখা আমার নিহত পরিবারের জন্য অপমানজনক।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।