ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিজেপি সম্পাদকের পদ থেকে বাদ পড়লেন বরুণ গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪
বিজেপি সম্পাদকের পদ থেকে বাদ পড়লেন বরুণ গান্ধী বরুণ গান্ধী

ঢাকা: বিজেপির সাধারণ সম্পাদকের পদ থেকে বাদ পড়লেন ইন্দিরা গান্ধীর নাতি বরুণ গান্ধী। সদ্য নিযুক্ত বিজেপি প্রধান অমিত শাহ শনিবার বিজেপির নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।



দল পরিচালনায় বিজেপির নতুন সভাপতি অমিত শাহকে সহযোগিতা করবেন এগারো জন সহ-সভাপতি ও ৮ জন সাধারণ সম্পাদক।

টিম বিজেপি নামে অভিহিত অমিত শাহ’র নেতৃত্বাধীন এই দলের সহ-সভাপতি পদে জায়গা পেয়েছেন কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী বিএস ইয়াদুরাপ্পা। ইয়াদুরাপ্পার পাশাপাশি সহ-সভাপতির পদ লাভ করেছেন বিজেপির মুখপাত্র মুখতার আব্বাস নাকভি।

আটজন সাধারণ সম্পাদকের মধ্যে বিহার বিজেপির সভাপতি রাজিব প্রতাপ রুডি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থার  (আরএসএস) মুখপাত্র রামমাদভ অন্যতম।

তবে সবচেয়ে অবাক করেছে সাধারণ সম্পাদক পদ থেকে বরুণের অব্যাহতি। গত লোকসভা নির্বাচনে তিনি উত্তর প্রদেশের সুলতানপুর থেকে নির্বাচিত হন। বিজেপির সর্বকনিষ্ঠ সাধারণ সম্পাদক হিসেবে ২০১৩ সালে তাকে নিয়োগ দেয় বিজেপি।

কংগ্রেসের বর্তমান নেতৃত্বের কঠোর সমালোচনাকারী বরুন গান্ধী মা মানেকা গান্ধীর হাত ধরে বিজেপিতে যোগ দেন। সোনিয়া ও রাহুল গান্ধীকে রুখতে বিজেপির অন্যতম অস্ত্র হিসেবে তরুণ বরুন গান্ধী খুব অল্প সময়ের মধ্যেই দলের শীর্ষ নেতৃত্বে জায়গা করে নিতে সক্ষম হন।

তবে অমিত শাহ এর নেতৃত্বাধীন বর্তমান বিজেপির সাধারণ সম্পাদক পদে তার জায়গা না হওয়া নিয়ে ব্যাপক আলোচনা চলছে ভারতের রাজনৈতিক মহলে।
 
বিজেপির নতুন নেতৃত্বের অধিকাংশেরই বয়স ৫০ এর নিচে। এ ব্যাপারে বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক জেপি নাড্ডা বলেন, অমিত শাহ এর নেতৃত্বে এই যুব টিমের হাত ধরে মোদিজির মিশন বাস্তবায়ন হবে।

বিজেপির নেতৃত্ব নির্ধারণের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির আদর্শিক সংগঠন আরএসএসের মধ্যে দফায় দফায় বৈঠক হয়। আরএসএসের সমর্থন নিয়ে বিজেপির সভাপতি পদে মনোনীত হন অমিত শাহ।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।